বিষয়ভিত্তিক তাফসীরুল কুরআন বিল কুরআন
লেখক পরিচিত: আরবী প্রভাষক (আলহাজ্জ মোহাম্মদ ইউসুফ মেমোরিয়াল দারুল হাদীস মাদরাসা, সুরিটোলা, ঢাকা- ১১০০), খতীব (হাজির পুকুর কেন্দ্রীয় জামে মসজিদ, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর)
এ গ্রন্থের মধ্যে কুরআন মাজীদে আলোচিত বিভিন্ন বিষয় সংক্রান্ত আয়াতসমূহ বিভিন্ন স্থান থেকে খুঁজে বের করে একত্রে সাজানো হয়েছে। আয়াতগুলো এমনভাবে সাজানো হয়েছে, যেন একটি আয়াত অন্য একটি আয়াতের সম্পূরক এবং ব্যাখ্যা। তাফসীরটি পড়ে বিভিন্ন বিষয়ে কুরআনের বক্তব্য কী- সকলেই তা সহজে জেনে নিতে পারবেন। কোন বিষয় সম্পর্কে বিভিন্ন আয়াত হতে যেসব মাসআলা বের হয় তা শিরোনাম আকারে লিখা হয়েছে এবং ঐ কথার দলীল স্বরূপ নিচে কুরআনের আয়াত উল্লেখ করা হয়েছে। এরপর আয়াতের সহজসরল বাংলা অনুবাদ দেয়া হয়েছে। সাথে সাথে এটা কোন্ সূরার কত নাম্বার আয়াত তাও উল্লেখ করা হয়েছে। আয়াত উল্লেখ করার সময় অধিকাংশ ক্ষেত্রে আলোচ্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট অংশটুকুই উল্লেখ করা হয়েছে- যাতে পাঠকের জন্য মুখস্থ করা ও দলীল হিসেবে উপস্থাপন করা সহজ হয়। এছাড়াও প্রয়োজনীয় ক্ষেত্রে শানে নুযূল ও ব্যাখ্যা প্রদান করা হয়েছে। অনেক ব্যাখ্যা এতই গুরুত্বপূর্ণ যে, এর মাধ্যমে পাঠক কুরআনকে বাস্তবতার নিরিখে গভীরভাবে অনুধাবন করতে সক্ষম হবেন। এ তাফসীরটি হাদীসের কিতাবের ন্যায় পর্ব ও অধ্যায় আকারে সাজানো হয়েছে।
বি:দ্র: বিষয়ভিত্তিক তাফসীরুল কুরআন বিল কুরআন বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
মোহাম্মদ সুলাইমান –
অনেক সুন্দর ভালো