ইলেকট্রনিক গেমস এবং কমার্সিয়াল সেন্টারের মহামারি
ইলেকট্রনিক গেমস এবং কমার্সিয়াল সেন্টারের মহামারি সমাজে আধুনিকায়নের ফলে সৃষ্ট সমস্যাগুলোকে এড্রেস করে ইসলামী ঘরানায় তেমন একটা কাজ চোখে পড়ে না। এটা এমন একটা বই যেখানে আমাদের অজান্তেই মহামারি আকারে ছড়িয়ে পড়া দু’টো সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। ভিডিও গেমস এবং কমার্সিয়াল সেন্টার।
ভিডিও গেমস টপিকটাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তবে শাইখ সালেহ আল মুনাজ্জিদ এখানে ভিডিও গেমসের মাধ্যমে ইসলামের শত্রুদের যেসব ভয়াবহ প্রপাগান্ডা এবং আমাদের মুসলিম প্রজন্মের মধ্যে তার বাস্তব প্রভাব নিয়ে যেসব আলোচনা করেছেন তা ভয়ে শিউরে উঠার মত। ভিডিও গেমসের প্রভাব, কীভাবে সেটা আমাদের প্রজন্মকে ধ্বংস করছে, কাফেররা কীভাবে এর মাধ্যমে ইসলাম বিদ্বেষ, ভ্রান্ত আকীদা বিশ্বাস ঢুকিয়ে দিচ্ছে, কীভাবে এর মাধ্যমে আমাদের পারিবারিক, সামাজিক সম্পর্কগুলো নষ্ট হচ্ছে, এর ইসলামী বিধান কী, কীভাবে একে হালাল বিনোদন হিসেবে দাঁড় করানো যায় এমন সব অতি জরুরী আলোচনা আছে ভিডিও গেমস নিয়ে।
সবচেয়ে ইন্টারেন্টিং এবং গুরুত্বপূর্ণ টপিক হলো ‘কমার্সিয়াল সেন্টারের মহামারি’। এটা জরুরী এই কারণে যে এর ফিতনা নিয়ে আমাদের মধ্যে সেভাবে আলোচনা হয় না। মহামারি আকারে গড়ে উঠছে শপিং সেন্টার, শপিং মল, কমপ্লেক্স, মার্কেট, বাড়ছে পুঁজিবাদী সমাজের আধিপত্য, আমরা হয়ে পড়েছি শপিং ম্যানিয়াক। এসবকে কেন্দ্র করে আবার বাড়ছে নারীদের হয়রানি, বাড়ছে পারিবারিক অশান্তি, অর্থনৈতিক অবক্ষয়। বাজার, মার্কেট এসবের ফিতনা নিয়ে ইসলামের অসস্থান, সালাফদের দৃষ্টিভঙ্গি ইত্যাদি বিষয়গুলো এই টপিকের আলোচনা।
এই দুইটা টপিকে বাংলায় তো বটেই অন্য কোন ভাষাতেও ইসলামিক স্কলারদের তেমন কাজ হয়নি। শাইখ সালেহ আল মুনাজ্জিদ এর সাথে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। আল্লাহ শাইখকে কবুল করুন। এমন জরুরী একটা কিতাব যা প্রতিটি সচেতন মুসলিম বিশেষ করে আমাদের অভিভাবকদের জন্য প্রচন্ডভাবে রিকমেন্ডেড।
বি:দ্র: ইলেকট্রনিক গেমস এবং কমার্সিয়াল সেন্টারের মহামারি বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.