রামাদানের ডাক
হে ভাই, তোমার অন্তর যদি এই রামাদান মাসে উজ্জীবিত না হয়, তাহলে আর কবে হবে?
আরোগ্য লাভের মাসেই যদি অন্তর সুস্থ না হয় তাহলে আর কখন সুস্থ হবে? সর্বনাশের শিকার ওই ব্যক্তি, যে ক্ষমার জমিনে অবতরণ করেছে; অথচ সেখান থেকে সামান্য অংশও উত্তোলন করতে পারেনি।
হতভাগা ওই ব্যক্তি, যে ব্যবসায় লাভের মৌসুম পেয়েও জান্নাতের প্রাসাদটি কিনতে পারেনি।
ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি, যে রহমতের বাজারে প্রবেশ করে ঘুমিয়ে পড়েছে; অথচ সে জানে যে, মাস শেষে বাজার বন্ধ হয়ে যায়। আহা! আফসোস তার জন্য। আহা! আফসোস তার জন্য।
হে ভাই, দুনিয়ার জন্য তুমি যেভাবে চিন্তা করো আখেরাত পাওয়ার জন্য কী তুমি সেভাবে চিন্তা করো? তোমার পায়ে যদি কাটা বিদ্ধ হয়, তাহলে কি তুমি ব্যথায় নির্ঘুম রাত কাটাও না? ডাক্তারের অপেক্ষায় বসে থাকো না? এগুলোও তো গোনাহ নামক কাঁটা; যা সারা বছর জুড়ে তোমার হৃদয়-মন কলুষিত করে রেখেছে। কিন্তু এক্ষেত্রে তোমার থেকে ব্যথার আওয়াজ শোনা যায় নি! তোমাকে তো কোনো সাহায্যকারী তালাশ করতে দেখা যায়নি। তোমার জন্য দুর্ভোগ, কারণ, তুমি শরীরে রোগ হলে ব্যথা পাও অথচ অন্তরে রোগ হলে ব্যথা অনুভব করো না।
রামাদান হলো এক অভিজ্ঞ ও হিতাকাঙ্খী ডাক্তার, সে তোমার জন্য ওষুধ নিয়ে আসে। তুমি কিভাবে তাকে খালি হাতে ফিরিয়ে দাও। অথচ সে তোমার জন্য নিয়ে এসেছে শান্তির বারতা।
তার আগমনে কেন তুমি তাকে স্বাগত জানাও না; অথচ তার কাছে রয়েছে ফ্রি চিকিৎসার যাবতীয় উপকরণ।
বি:দ্র: রামাদানের ডাক বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.