আকিদার মর্মকথা
ঈমান বিহীন একজন মানুষের উদাহরণ হল, রূহ বিহীন শরীরের মত। দুনিয়াতে যেমন রূহ বিহীন শরীরের কোন মূল্য নেই, তদ্রূপ আখেরাতে ঈমান-আকিদার বিশুদ্ধতা ছাড়া ভাল কাজ ও আমলের কোন গ্রহণযোগ্যতা ও প্রতিদান নেই।
আকিদা বিশুদ্ধ করার জন্য এই গ্রন্থটি আপনার জন্য শ্রেষ্ঠ গাইডলাইন হবে ইন শা আল্লাহ।
গ্রন্থটির বৈশিষ্ট্য :
- অত্যন্ত সহজ-সরল ভাষায় লেখা।
- বর্তমান সময়ের প্রয়োজনীয় আকিদা নিয়ে রচিত।
- প্রতিটি আকিদার ক্ষেত্রে সুস্পষ্ট আয়াত ও সহিহ হাদিসের সমাবেশ।
- সম্ভাব্য সকল মতাদর্শের লোকদের আকিদার আলোচনা।
- সম্মানিত খতিবদের জন্য এই গ্রন্থটি থেকে খুব সহজে সংশ্লিষ্ট বিষয়ে আয়াত ও হাদিস সংগ্রহ করে বয়ান করার সুবিধা।
- অত্যন্ত ব্যতিক্রমধর্মী একটি রচনা। যা সকল মতাদর্শের লোকদের জন্যই উপকারী।
- প্রতিটি আকিদার ক্ষেত্রে কয়টি আয়াত ও কয়টি হাদিস অধ্যায়ের শুরুতেই তা উল্লেখ করে দেওয়া এবং প্রতিটি আয়াত ও হাদিসের তথ্যসূত্র উল্লেখ করা
- গ্রন্থটিতে প্রয়োজনীয় ছোট-বড় প্রায় ৩৫০টি আকিদা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর উক্ত আকিদাসমূহ প্রমাণের ক্ষেত্রে প্রতিটি আকিদার জন্য ৩টি করে আয়াত ও ৩টি করে হাদিস; বরং কোনো কোনো ক্ষেত্রে তারও অধিক আয়াত ও হাদিস উল্লেখ করা হয়েছে।
- বর্ণিত আকিদাসমূহ প্রমাণের ক্ষেত্রে সর্বমোট ৫৬৩টি আয়াত এবং ৩৭৩টি হাদিস উল্লেখ করা হয়েছে।
সর্বমোট বিষয়বস্তু হলো ৪৬৫টি। আর মৌলিক আকিদা হলো ৪৪টি।
বি:দ্র: আকিদার মর্মকথা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.