নবীজিকে হত্যাচেষ্টা অতঃপর
আল্লাহর সত্য নবীর বিরুদ্ধে যারা ফাঁদ নির্মাণ করেছে, অতর্কিত হামলায় তাঁকে হত্যা করতে চেয়েছে, এই বইয়ে বর্ণের সাজে রচিত প্রতিটি ঘটনায় তাদের জন্য আছে চিন্তার পর্যাপ্ত উপাদান। আর খুলে দেবে অবিশ্বাসী ও সংশয়বাদীদের নিমীলিত চোখ। স্বেচ্ছায় অন্ধত্ব বরণকারীরা কি ভেবে দেখবে না, যে গোপন পরিকল্পনার কথা পৃথিবীর তৃতীয় কোনো মানুষ জানে না, সেটা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কীভাবে জানতে পেরেছেন! গুপ্ত ঘাতকের সামনে কে সৃষ্টি করছেন আগুনের দেয়াল, আর কে-ই বা তরবারি হাতে উদ্ধত বেদুইনকে ভেতর থেকে করে দিয়েছেন নিশ্চল!
হ্যাঁ, সত্য এটাই; যে সৃষ্টিকর্তা আল্লাহ তাঁকে তাঁর বার্তাবাহক হিসেবে প্রেরণ করেছেন, নির্ধারিত সময় পর্যন্ত তিনিই তাকে সবকিছু জানিয়ে দিয়েছেন। তিনিই তাঁর প্রিয় নবীকে রক্ষা করেছেন সকল ষড়যন্ত্র থেকে। তিনিই মিশ্রিত বিষকে তাঁর জন্য করেছিলন ক্রিয়াহীন। এই বোধ যাদের মনে জাগ্রত হয়, এমন চিন্তার উন্মেষ যাদের চেতনায় ভোরের আলো ছড়ায়, তারা সত্য উপলব্ধি করে। তারা সত্যকে গ্রহণ করে হৃদয় দিয়ে বিপুল আগ্রহে। সত্যের নির্মল জোছনায় তারা অবগাহিত হয়। অতএব, আছে কি কেউ এ সত্যকে পরম সৌভাগ্যের আবেশে বুক পেতে বরণ করবার মতো?
বি:দ্র: নবীজিকে হত্যাচেষ্টা অতঃপর বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.