বিয়ের উপহার
“বিবাহের পর সম্পূর্ণ নতুন এক জীবন শুরু হয়। জীবনের নতুন অধ্যায় উন্মোচিত হয়। আশ্চর্যজনক বিভিন্ন অবস্থার মুখোমুখি হতে হয়। কোনো কোনো অবস্থা অন্তরকে ভেঙ্গে টুকরো টুকরো করে দেয়, অন্তর জ্বালিয়ে-পুড়িয়ে ভষ্ম করে দেয়। আবার কোনো কোনো অবস্থা অন্তরে উল্লাসের প্রবল তরঙ্গ বইয়ে দেয়, বছর বছর বেঁচে থাকার পরম সাধ মনে জাগ্রত করে”।
“……তুমি মাত্রাতিরিক্ত প্রেম দেখাবে না…. আবার স্ত্রীকে নিজের ক্রীতদাসী বা ঘরের চাকরানি মনে করে তার সাথে খারাপ আচরণও করবে না। স্ত্রীর অন্তরে নিজের ভয় আর ডর বসিয়ে দেওয়ার জন্য চেহারায় রুক্ষতার প্রকাশ ঘটিয়ে তার সাথে কথা বলবে না।”
“…. ভালোবাসা আর প্রেমের প্রকাশও করতে হবে, নিজের গাম্ভির্য আর অবস্থানের প্রতিও লক্ষ্য রাখতে হবে। আচার-আচরণে প্রেমময়তাও প্রকাশ করতে হবে, সাথে নিজের পরিচালনা এবং ব্যবস্থাপনার দায়িত্বের প্রতিও লক্ষ্য রাখতে হবে।”
বি:দ্র: বিয়ের উপহার বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.