মহানবীর মহান জীবন (১ম খণ্ড)
আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রে অর্জন করেন সর্বোচ্চ মাকাম এবং মানবীয় উৎকৃষ্ট গুণাবলীতে আরোহণ করেন শ্রেষ্ঠত্বের শীর্ষচূড়ায়। তিনি ছিলেন মহ ও মহানুভব, দয়ালু ও অনুগ্রহপরায়ণ, আল্লাহর প্রতি বিনয়ী ও মানুষের প্রতি কোমলহৃদয়। তিনি নিজের জুতা নিজেই মেরামত করতেন। নিজের কাপড় নিজেই সেলাই করতেন। নিজের বকরির দুধ নিজেই দোহন করতেন। নিজের যে কোনো কাজ আঞ্জাম দিতে তাঁর একটুও লজ্জা হতো না।
সাধারণ লোকদের সাথে তিনি মিশতেন ও উঠাবসা করতেন। এমনকি মজলিসে তাঁকে আলাদা করে চেনা যেতো না। লোকদের সাথে আলাপ করতেন, তাদেরকে নসীহত করতেন, সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বারণ করতেন। মাঝেমধ্যে তাদের সাথে হাসি-কৌতুক ও রসিকতা করতেন।
অন্য সকল মানুষের মতো তিনিও ভালোবাসতেন ও ঘৃণা করতেন, রাগ করতেন ও সন্তুষ্ট হতেন, আনন্দিত হতেন ও দুঃখ পেতেন, হাসতেন ও কঁদিতেন, এবং স্মরণ করতেন ও ভুলে যেতেন।
বি:দ্র: মহানবীর মহান জীবন (১ম খণ্ড) বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.