সীরাতুন নবি ২
মুহাম্মাদ ﷺ শুধু একটি নাম নয়। একটি কালজয়ী ইতিহাস। মহান স্রষ্টার এক বিস্ময়ক সৃষ্টি। যিনি একদিকে সত্যের বার্তাবাহক, আদর্শ চিন্তানায়ক, সমাজ সংস্কারক, সফল রাষ্ট্রনায়ক, সত্যদর্শী সাধক, নিষ্কৌলুষ মনিষী, ন্যায়বিচার ও সুশাসনের এক মূর্ত প্রতীক। অপরদিকে তিনি একজন স্নেহবান পিতা, আদর্শ স্বামী ও পরিবারের আদর্শ কর্তার উজ্জ্বল দৃষ্টান্ত। যার মধ্যে রয়েছে সর্বযুগের, সর্বকালের, সর্বজাতির মানুষের জন্যে আদর্শ।
নবি মুহাম্মাদের ﷺ জীবনী নিয়ে রচিত গ্রন্থের সংখ্যা অনেক। প্রাচ্যবিদ ডি. এস. মারগুলিয়াথ বলেন,
“নবি মুহাম্মাদ-এর জীবনীকারদের একটি দীর্ঘ সারি রয়েছে, যা কখনও শেষ হবার নয়। তবে সেখানে স্থান পাওয়াটাই সম্মানের ব্যাপার।”
[D. S. Margoliouth, Mohammed and the Rise of Islam, p.3]
নবি মুহাম্মাদের ﷺ জীবনী জানার বড়ো দুটি মাধ্যম হলো সিয়ার ও হাদীসের গ্রন্থাবলি। তবে সিয়ার বা মাগাযী বিষয়ক গ্রন্থগুলোতে ইতিহাস তুলে ধরার ব্যাপারে যতটা গুরুত্ব দেওয়া হয়েছে, ইতিহাসের বিশুদ্ধতার ওপরে ততটা জোর দেওয়া হয়নি। কিন্তু ইসলামের যে-কোনো বিষয় বাস্তব প্রয়োগ করতে চাইলে, সংশ্লিষ্ট বিষয়টি বিশুদ্ধ দলিল-প্রমাণ দ্বারা সাব্যস্ত হওয়া জরুরি। আর এ জন্যেই এমন একটি সীরাত প্রয়োজন—যেখানে যাচাই বাছাই করে সীরাত সংক্রান্ত বিশুদ্ধ তথ্যাবলি পেশ করা হবে। অবশ্যি কাজটি অনেক দুরূহ। তবে এই দুরূহ কাজটিই সম্পন্ন করেছেন খ্যাতনামা হাদীস বিশেষজ্ঞ শাইখ ইবরাহীম আলি। অত্যন্ত যাচাই বাছাই করে তিনি নবীজির ﷺ সীরাত বিষয়ক সমস্ত বিশুদ্ধ হাদীসকে একত্রিত করে একটি কিতাব লিখেছেন। কিতাবটি “সহীহুস সীরাতিন নাবাবিয়্যাহ” নামে আরব বিশ্বে সুপরিচিত। এ কিতাবটিতে তিনি নবীজির ﷺ সীরাত বিষয়ক সমস্ত বিশুদ্ধ হাদীসকে ইতিহাসের ক্রমধারা অনুসারে সাজিয়েছেন।
বি:দ্র: সীরাতুন নবি ২ বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.