কিতাবুল ফিতান (১-৩ খণ্ড)
‘কিতাবুল ফিতান’_অতি গুরুত্বপূর্ণ একটি বই :
ফিতনা বিষয়ক ইমাম নুআইম বিন হাম্মাদ রহ. সংকলিত ‘কিতাবুল ফিতান’ গ্রন্থটি হাদিসের জগতে অনন্য এক সংকলন। একজন মুসলিমের জন্য শরিয়তের বিধিবিধান জানার পাশাপাশি ফিতনা-সংক্রান্ত হাদিসসমূহ জানাও অত্যন্ত জরুরি। বিশেষত শেষ জমানায় এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের তুলনায় যে অনেক বেশি, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের গ্রন্থ সবার অধ্যয়ণে রাখা একান্ত আবশ্যক।
বি:দ্র: কিতাবুল ফিতান (১-৩ খণ্ড) বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Sadiya Binte Mostafiz –
মুসলিম উম্মাহ – র ঘুম ভাঙ্গাতে এই বইটি অধিকতর সহায়ক,,,,,বইটি পড়লে যাবতীয় ফিতনা সমূহ সম্পর্কে জানা যাবে এবং সেই সময়গুলোতে আপনার করনীয় কি, তা নির্ধারন করতে পারবেন।
আলামিন –
খুব ভালো