নবীজীর গল্প সারাবছর প্রতিদিন (৩৬৫টি গল্প)
সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন-ইতিহাস নিয়ে এ পর্যন্ত অনেক গ্রন্থ লেখা হয়েছে। কিয়ামত পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে। মুসলিম ইতিহাসবিদ, গবেষক ও বিশেষজ্ঞগণ বিভিন্নভাবে তার জীবনকে সবধরনের মানুষের জন্য তুলে ধরার চেষ্টা করেছন। এর মধ্যে শিশু-কিশোরও আছে। এরকমই এক প্রচেষ্টার ফসল সারাবছর, প্রতিদিন―নবীজীর গল্প। এতে বছরের প্রতিটি দিনের জন্য একটি করে গল্প লেখা হয়েছে এবং এভাবে তার পুরো জীবনকেই বর্ণনা করার চেষ্টা করা হয়েছে।
এদেশে শিশু-কিশোরদের জন্য ইসলামী বইয়ের ক্ষেত্রে খুব বেশি কাজ হয়নি। তবে আশার কথা, বিষয়টি এখন অনেক প্রকাশনীই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। ইতোমধ্যে মাকতাবাতুল ফুরকান থেকেও এ বিষয়ে বেশি কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে; সারাবছর, প্রতিদিন সাহাবীদের গল্প, দুআ যদি পেতে চাও, দানে বাড়ে ধন এবং সাহাবীদের ইসলামগ্রহণের গল্প ইত্যাদি। নিঃসন্দেহে এক্ষেত্রে বক্ষ্যমাণ গ্রন্থটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
বি:দ্র: নবীজীর গল্প সারাবছর প্রতিদিন (৩৬৫টি গল্প) বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.