মুসলিম যুবকদের কীর্তিগাঁথা
ভাষান্তর: মুহিবুল্লাহ খন্দকার।
সম্পাদনা: মুহাম্মদ সাজেদুল ইসলাম ও রাজিব হাসান।
শারঈ দিক নির্দেশনা: উস্তায আব্দুল্লাহ মাহমুদ।
যুবকদের ঘুম ভাঙাতে উম্মাহর শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ যুবকদের লাইফস্টাইল ও তাঁদের যৌবনের গুরুত্বপূর্ণ মূহুর্তগুলোর তেজোদ্দীপ্ত ঘটনাসমূহ কলম ও কালির অনব্যদ উপস্থাপনায় তুলে এনেছেন মিশরের বর্তমান সময়কার আলোচিত আলেমে দ্বীন শাইখ নিদা আবু আহমাদ। বইটি ভাষান্তর করেছেন ভাই মুহিব্বুল্লাহ খন্দকার। প্রাঞ্জল ভাষায় সম্পাদনা করেছেন ভাই সাজেদুল ইসলাম ও রাজিব হাসান।
আমরা আশা করি, উম্মাহর যুবকদের এই ক্রান্তিলগ্নে বইটি পুনরায় আশা জাগাবে। বইটি পড়ে মুসলিম যুবকদের মাঝে গাইরত ও শৌর্যবীর্য ফিরে আসবে। তারা চিনতে পারবে তাদের উত্তরসূরীদেরকে। যারা জ্ঞানে-বিজ্ঞানে, শক্তিতে-বুদ্ধিতে, স্বভাবে-প্রভাবে ছিলো সবার চাইতে এগিয়ে। বইটি পড়ে আমাদের যুবকেরা চিনতে পারবে তাদের রোল মডেলদেরকে। লাল-নীল দুনিয়া ছেড়ে ফিরে আসবে তামাটে মাটির সত্য পানে।।
বি:দ্র: মুসলিম যুবকদের কীর্তিগাঁথা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.