বুক পকেটে জোনাকি
সুস্থ বিনোদনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে গল্পপাঠ। শিশুর মননশীলতা তৈরির পেছনে গল্পের ভূমিকা কেউ অস্বীকার করবে না।
পৃথিবীর বড় বড় লেখকরা শিশুদের জন্য রেখে গেছেন অসংখ্য অগণিত গল্প। যে গল্পগুলো নৈতিকতা শিক্ষা দেয়। মানুষ হওয়ার প্রেরণা যুগায়।
সময়ে সময়ে এই গল্পগুলো বিভিন্ন ভাষায় সংকলিত হয়েছে। মানুষ যুগ থেকে যুগান্তরে গল্পগুলো সঙ্গে রেখেছে। কারণ, গল্পগুলো ছিল জ্ঞানী মানুষের কাছে জীবন্ত। এমন জীবন্ত কাগজের বুক থেকে সে কথা বলে, কালির রেখা ধরে সে পথ দেখায়।
গল্পগুলো বরাবরই সজীব, প্রাণবন্ত। তাই গল্প পড়ে পথ হারানোর ভয় নেই। গল্প পড়লে জীবন সহজ ও রঙিন হয়ে ওঠে। আজকের শিশুরাও গল্প পড়তে চায়, গল্পের কল্পরাজ্যে হারাতে চায়।
গল্প শিক্ষার এমন এক প্রাচীণ পদ্ধতি, যার আজো কোনো বিকল্প নেই। হয়ত ভবিষ্যতেও গল্পের বিকল্প কিছু হবে না। সফলতার জন্য, উদ্যমী ও সাহস অর্জনের জন্য গল্পের সরল পথরেখায় অক্লান্তভাবে হেঁটে চলা তরুণেরাই আজকের গল্পের নায়ক। তাই আগামীর সফল তরুণদের হাতে গল্প তুলে দিতে আমরা কি প্রস্তুত?
বি:দ্র: বুক পকেটে জোনাকি বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.