তাওহিদের মূলনীতি (২য় খন্ড)
সম্পাদকের কথা: শাইখ আহমাদ মুসার (হাফি.) লেকচার আমি যখন প্রথম প্রথম শুনি তখন নিজেকে তালিবুল ইলম বলার যোগ্যতাও আমার ছিল না, তখন থেকে নিয়ে আজ পর্যন্ত জীবনের অনেকটা সময় কেটে গিয়েছে। কেবল আমিই নই আমার মত আরও বহু মানুষের জীবনে তাওহিদের সঠিক শিক্ষার ভিত শাইখের লেকচারগুলো স্থাপন করেছে এবং ইন শা আল্লাহ আগামীতেও করবে।
উম্মাহর এই মহীরুহের লেকচার থেকে সংকলিত “তাওহিদের মূলনীতি” বইটির প্রথম খণ্ড যখন প্রকাশিত হয়ে আমার হাতে আসে আমি তখন অত্যন্ত উদ্বেলিত হয়ে পড়ি এবং যতদূর মনে পড়ে মাত্র তিন দিনে আল্লাহর মেহেরবানিতে পুরো বইটা পড়ে ফেলেছিলাম। হয়তো জীবনের প্রাত্যহিক ব্যস্ততা না থাকলে এক বসাতেই পড়ে ফেলতে চেষ্টা করতাম, পারতাম কি পারতাম না সেটা ভিন্ন বিষয়। আসলে শাইখের লেকচারের আকর্ষণ তো এমনই, সাবলীল বিশুদ্ধ আলোচনা যেন বহতা নদীর প্রবহমান স্রোতধারা। পাঠকের পিপাসাকে নিবারণ তো করেই বরং দুকূল উপচে দেয় মাঝেমধ্যেই।
তখন থেকেই দ্বিতীয় খণ্ডের অনুবাদের আশায় পথ চেয়ে ছিলাম। শ্রদ্ধেয় প্রকাশক মহোদয় যখন আমাকে এই দায়িত্ব দিলেন তখন অত্যন্ত আনন্দিত হই। শাইখের কিতাবের সম্পাদনা মানে বইয়ের সাগরে অবগাহন করা। এত এত উদ্ধৃতি তিনি দিয়েছেন, এগুলো খুঁজে বের করা মুশকিল ও দুরূহ বটে। শাইখের কিতাবটা আমি সম্পাদক হিসেবে না, বিমুগ্ধ পাঠক হিসেবে পড়েছি। এতে প্রয়োজনীয় বহু তথ্যসূত্র উল্লেখ করেছি। আল্লাহর অশেষ মেহেরবানি যে আমাদের কাছে মাকতাবাতুশ শামিলা আছে, ইন্টারনেট আছে, নয়তো এরকম বইয়ের তাখরিজ বা তথ্যসূত্র উল্লেখ করতে হলেও হয়তো এক বছরের প্রয়াস জরুরি।
বি:দ্র: তাওহিদের মূলনীতি (২য় খন্ড) বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.