ধর্মহীন ধর্মবিশ্বাস
ধর্ম মালিকের। যে সত্য মানা হয়নি। অবহেলিত সেই সত্যটি হলাে ইসলাম। যুগে যুগেই মানুষ যা উপেক্ষা করে পা বাড়িয়েছে ধর্মান্তরের দিকে। আর শুরু থেকেই এই করুণ সত্যকে দেখে আসছে ইসলামি ইতিহাস এবং বয়ে চলছে এর ইতিবৃত্ত। ধর্মান্তরের এই প্রাদুর্ভাব একবার দুইবার নয়, ঘটেছে বার বার। নানা ভাবে, নানা আকৃতিতে। তবে সর্বশেষ এটা ব্যাপক ও ভয়াবহভাবে প্রকাশ পেয়েছে আরব গােত্রগুলাের ভেতরে। নবিজির ইন্তেকালের ঠিক কদিন পরেই ফুঁসে ওঠে ধর্মান্তরের সেই নষ্ট স্রোত। আর তখনই গর্জে ওঠে চিরচেনা এক কণ্ঠস্বর আমি বেঁচে থাকতে দীনের ক্ষতি হবে!!’
বক্ষমাণ গ্রন্থ–‘রিদ্দাতুন ওয়ালা আবা বাকরিন লাহা’ ( ধর্মহীন ধর্মবিশ্বাস) মূলত ‘মা-যা খাসিরাল আলাম বিনহিতাতিল মুসলিমিন ‘ —- এর খণ্ডচিন্তা। এখানে তিনি মানবতার মূল ভিত খুঁড়তে খুঁড়তে পৌঁছে গেছেন একেবারে অতল তলায় এবং সেখান থেকে তুলে এনেছেন এক মুঠো মৃত্যুর মাটি। দেখিয়েছেন, বুঝিয়েছেন। বলেছেন এই সেই কারণ যার জন্যে আজ মানবতার এই দুঃখ – দুর্দশা ও দুর্গতি এবং এর কারণেই নীতি নৈতিকতা, বিশ্বাস মূল্যবোধসহ ধূসরিত হতে বসেছে সবকিছু।
প্রকটভাবে দেখা দিচ্ছে সভ্যতার সংকট।
বি:দ্র: ধর্মহীন ধর্মবিশ্বাস বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.