নবিজি (সা.) যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী
‘উসওয়াতুল লিল আলামিন’—‘নবিজি সা. : যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী’ আরবিতে ‘আলম’ মানে শুধু পৃথিবী বা আমাদের চেনাজানা অষ্ট-রকম জগৎ নয়; এর অর্থ, আমরা যা ভাবতে পারি বা বোধে কুলোতে পারি, তারও হাজার-সীমানা-ছাড়ানো সর্বব্যাপ্তময় এক জগৎ। এ আলম শব্দটির বহুবচন ‘আলামিন’।
‘উসওয়া’ মানে আদর্শ—উসওয়া মানে জীবনদর্শন, উসওয়া মানে জীবনের ধারা। ‘উসওয়াতুল লিল আলামিন’মানে সমূহ জগতের আদর্শ। আমাদের নবি ও রাসুল—মুহাম্মদ ইবনু আবদুল্লাহ—উসওয়াতুল লিল আলামিন। তিনি শুধু আমাদের নন, আমরা যাদের আমাদের ভাবি না, তিনি তাদেরও নবি, তাদেরও উসওয়া। ইসলাম তাঁর আনীত ধর্ম; যে মানুষ ইসলামে বিশ্বাস করেনি, সমর্পিত হয়নি—সে কাফিরেরও নবি তিনি।
তাহলে ভাবুন, ইসলামে যাদের পূর্ণ আস্থা, পরিচয় যাদের মুসলিম—সারাটা জীবনময়—কতটা তাদের তিনি! জীবনের ভোর থেকে জীবনের ঘোর—সবখানে ছড়িয়ে আছে তাঁর আদর্শের বাতাস। এ বাতাসে নিশ্বাস না নিলে আমরা মরে যাব; জীবনে সব পাব, শুধু জীবন খুঁজে পাব না। জীবন্মৃত সে জীবন, জীবন নয়—ভুল ছকে বাঁধা এক করুণতম আয়ু। সে আয়ুতে হাজার মিছের ছল, প্ররোচনার প্রাকারপিষ্ট পীড়া আর সুদীর্ঘশ্বাসময় বেদনার বেনোজল।
রাসুলুল্লাহর উসওয়া ছাড়া আমাদের মুক্তি নেই। তাঁর জীবনাদর্শই মানব-জীবনের মহা মোক্ষের পথ। বিপুল বিস্ময় ও আনন্দের বার্তা এই—তাঁর আদর্শ শীলিত, সীমিত নয়; পরিস্রুত, অনাহুত নয়; বিস্তৃত, বিস্মৃত নয়। তাঁর আদর্শ ঘিরে রেখেছে মানব-জীবনের প্রতিটি বাঁক-মোড়—আক্ষরিক অর্থেই তাঁর আদর্শের বাগডোরে প্রবিষ্ট আমাদের জীবন।
‘নবিজি সা. : যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী’ নবিজির মহান সে আদর্শের গ্রন্থিত রূপ। এমন মোহময় এর গ্রন্থনা, বিন্যাস ও রূপরেখা আপনি থেমে পড়বেন বিস্ময়ে! সব ছেড়ে-ছুড়ে আরেকবার মনে হবে—নতুন করে শুরু করি জীবন… নবিজি (সা.) যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী
বি:দ্র: নবিজি (সা.) যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
ইজতিহাদ মাহমুদ –
জগতের হাজারো নীতিমালার মধ্যে অন্যতম একটি, ভদ্র সমাজে তারই নামের জয়জয়কার স্লোগান যার মাঝে চারিত্রিক গুণাবলী বিদ্যমান। যখনই কোনো সমাজের মানুষের চারিত্রিক অবকাঠামোর অবনতি হয় তখন সেই সমাজে সুশৃঙ্খলতায় ধস নামে। মানুষগুলো উশৃঙ্খল আর এক রোখা হয়ে যায়। তাইতো নববী পূর্ব যুগে ভয়ংকর দৃশ্য দেখেছে মানব জাতি। হুজুর সা: এসে সেই নিকৃষ্ট গান্ধা সমাজ কে স্বীয় আচার-ব্যবহারে শান্তির ছায়ায় স্থির করেছেন।
সবদিক বিবেচনায় পৃথিবী দেখেছে অসাধারণ একজন ব্যক্তিকে। যার চরিত্র-মাধুর্যতায় মুগ্ধ জগতবাসী। যার আচরণের সুবাসে সারা জাহান মাতোয়ারা। কৃষ্ণাঙ্গ-শিতাঙ্গ, ধনী-গরীব, বড়-ছোট, মুসলিম-কাফের আবাল-বৃদ্ধ-বনিতা নির্বিশেষে সকলেই তার চরিত্রে বিমোহিত।
তিনি আমাদের আদর্শ বা নমুনা। যার পদাঙ্ক অনুসরণে যে কেউ খাঁটি সোনার মানুষে পরিণত হবে। রাষ্ট্র পাবে বাধ্য জনগন। সমাজ পাবে শান্ত সদস্য।
তাই তার সকল চারিত্রিক অধ্যায়গুলি বেশি বেশি আমাদের মাঝে চর্চা হওয়া চাই। যাতে আমি, আপনি এবং আমাদের আগামী প্রজন্ম ভবিষ্যতের জন্য নমুনা হিসেবে গড়ে উঠতে পারি।
বড়ই সুসংবাদ হলো, সেসব গুনাবলি গুলো এক মলাটে একত্র করেছেন বর্তমান বিশ্বে সাড়া জাগানো সু-সাহিত্যিক ও ইতিহাসবিদ ড: রাগিব সারজানি উসওতুল লিল-আলামিন নামে। আর সেই অসাধারণ বইটি কে বাঙলায় রূপান্তর করেছেন বাঙলার ঐতিহ্যবাহী প্রকাশনা মুহাম্মদ পাবলিকেশন Muhammad Publication পরিবার।
অনূভুতি
যতটুকু অধ্যায়ন করেছি তাতে বোঝা যাচ্ছে, অধ্যায় বিন্যাস, ভাষার সৌকর্য শিল্প অসাধারণ। যার দ্বারা পাঠক মজায় মজায় রাসূলের সেই সব উচ্চ মানের গুনাবলি সহজেই রপ্ত করতে পারবে। এবং নিজের ভিতরে তা আনতে সক্ষম হবে।
আর সম্পাদনা পরিষদ ভালই চৌকস ছিল বলে মনে হচ্ছে।
ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে আল্লাহ তায়ালা আপনাদের সকল কে সর্বোত্তম প্রতিদান দান করুক। আমিন।
সংক্ষিপ্ত বই পরিচিতি
নাম: নবীজী সা: যার আদর্শে বিমোহিত পৃথিবী
মূল: ড: রাগিব সারজানি
অনুবাদক: আব্দুন-নূর সিরাজি, আম্মার মাহমুদ, মুহাম্মদ রোকন উদ্দিন।
সম্পাদক: নেসারুদ্দীন রুম্মান
প্রকাশক: মুহাম্মাদ আব্দুল্লাহ খান
মূদ্রিত মূল্য: ৭২০
তাই আর দেরি কেন আজই সংগ্রহ করুন আপনার মূল্যবান কপিটি।
maesha –
বই: নবিজিﷺ : যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী
লেখক: ড. রাগিব সারজানি
মহানবীﷺ ছিলেন জীবনের সর্বক্ষেত্রে অনুসরণীয় এবং অনুকরণীয়।মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদﷺ ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। তাঁর চরিত্র ছিল অত্যন্ত উন্নতমানের। কোন মানুষের পক্ষে চরিত্রের দিক দিয়ে তাঁর সমকক্ষ হওয়া তো দূরের কথা তাঁর অসংখ্য গুণাবলীর মধ্যে কোন একটির সমানও হওয়া সম্ভব নয়।তাঁর উত্তম চরিত্রের মাধুর্য এতোটাই বেশি ছিল যে স্বয়ং বিশ্বজগতের রব তাঁকে বলেন,
“নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী।”
[সুরা আল ক্বালাম: ৪]
এই মহান ব্যক্তির জীবন নিয়েই এক অনবদ্য রচনা ‘নবিজিﷺ :যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী’ বইটি।
বিশিষ্ট দায়ী, লেখক ও গবেষক ড. রাগিব সারজানির ‘উসওয়াতুল লিল আলামিন’এর পূর্ণাঙ্গ অনুবাদগ্রন্থ ”নবিজিﷺ :যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী’।বাংলাভাষীদের জন্য এই অনন্য সংযোজন উপহার দিচ্ছে মুহাম্মদ পাবলিকেশন।
তিনটি অধ্যায়ে বইটি সজ্জিত,আর এ অধ্যায়গুলোতে আলোচিত হয়েছে নবিজিরﷺ শৈশব- কৈশোর, যৌবন, নবুওয়াত-পূর্ববর্তী জীবন, রাজনৈতিক জীবন,দাম্পত্যজীবন,পারিবারিক জীবন,সমরজীবনসহ নারীর অধিকার, শিশুর অধিকার, শ্রমিকের অধিকার,গোলামের অধিকার অন্যান্য প্রাণীর অধিকার এবং আরো অনেক কিছু যা তাঁর সর্বোত্তম চরিত্রকে পাঠকের কাছে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করবে ইন শা আল্লাহ্।
শর্ট পিডিএফ পড়ে অনুবাদ খুবই সাবলীল মনে হয়েছে।বইটির প্রচ্ছদটিও খুবই চমৎকার এবং উন্নত রুচিশীলতার পরিচায়ক। আর মুহাম্মদ পাবলিকেশনের কাজের মান নিয়ে কোনো সংশয় নেই। সুতরাং চোখ বুঁজে এ বইটি সংগ্রহ করা যেতে পারে।