পড়ো-২
বি:দ্র: পড়ো -২ বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
লেখক | ওমর আল জাবির |
প্রকাশনী | সমকালীন প্রকাশন |
প্রকাশিত | 2020 |
পৃষ্ঠা সংখ্যা | 184 |
ধরন | পেপারব্যাক |
ভাষা | বাংলা |
ঈমান আক্বিদা ও বিশ্বাস
উপহার
ইসলামী সাহিত্য
উপহার
উপহার
ইসলামে নারী
M. Hasan Sifat –
আমার জীবনের কেনা প্রথম ইসলামি বই ছিল “পড়ো” । এরপর “পড়ো” আমাকে পড়িয়েছে অনেক অনেক বই । একটা নতুন জগতের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল সেই ২০১৬ সালে । মূলত “পড়ো” বইয়ের হাত ধরেই দ্বীনের পথে আমার প্রথম পা রাখা শুরু হয় । “পড়ো” পড়েই আমি রাতারাতি চেঞ্জ হয়ে যাই নি, কিন্তু চেঞ্জ হওয়ার শুরুটা শুরু করে দিয়েছিল “পড়ো” । আমাকে যে পড়তে হবে, এই বুঝটা এনে দিয়েছিল “পড়ো” । এই বইটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে । দ্বীনে ফেরার স্মৃতি । বিবিএ ২য় বর্ষে পড়ি তখন, একদিন কিভাবে কিভাবে যেন “পড়ো” বইটার নাম দেখলাম ফেসবুকে । বইয়ের নামটা আমাকে আকর্ষন করলো । নামটাতো সুন্দর– “পড়ো” ! বইটা কেনার জন্য বরিশালের প্রায় সব লাইব্রেরি খুঁজলাম, কোথাও পেলাম না । ওদিকে সরোবর প্রকাশনীও বন্ধ হয়ে গেছে । নতুন করে আর ছাপানোও হচ্ছে না । অনেক খোঁজাখুজির পর অবশেষে একটা লাইব্রেরিতে পেলাম । তাও মাত্র ১ কপি । ধুলোমাখা অবস্থায় অসহায়ের মতো বইটা পরে আছে লাইব্রেরির শেলফে । সম্ভবত আমার জন্যই আল্লাহ্ ঐ ১ কপি বরাদ্দ রেখেছিলেন । অসহায়ের মতো শেলফে পরে থাকা বইটাকে যত্ন করে কিনে নিয়ে এলাম বাসায় । শুরু হলো জীবন পাল্টানোর এক নতুন যাত্রা…..
–
পড়ো–১ বেড়িয়েছে প্রায় ৬ বছর হয়ে গেল । অবশেষে ২০২০-এ এলো বহুল প্রতীক্ষীত বই “পড়ো–২” ।
–
এবারের খন্ডে মোট ২০টি সূরা থেকে জীবনঘনিষ্ঠ আলোচনা উঠে এসেছে । কুরআনের ৩০তম পারার যে সূরা গুলো আমরা সাধারনত সালাতে তিলাওয়াত করি সেগুলো নিয়ে । তাই ২য় খন্ডটিকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে । প্রথম খন্ডের মতো এবারেও মুগ্ধ হয়েছি । কুরআনি ভাবনায় মগ্ন হয়ে গেছি ৷ লেখক কুরআন থেকে অসংখ্য মণিমুক্তো তুলে এনেছেন । সমকালীন প্রেক্ষাপটে চমৎকার সব ব্যাখ্যা তুলে ধরেছেন । বৈজ্ঞানিক আলোচনা, আমাদের পারিপার্শ্বিক জীবন, গল্প, উদাহরণ আর তথ্য-উপাত্তে মুখরিত হয়ে আছে বইটি ।
–
যারা কুরআনের সঙ্গে নিজেদের আধুনিক জীবনযাপন মেলাতে পারছে না, যাদের মনে কুরআন নিয়ে সংশয় আছে কিংবা কুরআন পড়ে যারা কিছুই বুঝতে পারেনা, মাথার উপর দিয়ে যায়- এ বইটা তাদের জন্য খুবই উপকারী আর ঈমানওয়ালাদের জন্য ঈমানের খোরাক । লেখক প্রসিদ্ধ তাফসির, বিখ্যাত আলিমদের লেকচার আর বিভিন্ন জার্নাল থেকে হৃদয়গ্রাহীভাবে উপস্থাপন করেছেন । হ্যাঁ, এটা কোনো তাফসীর গ্রন্থ নয় । তবে অন্যরকম উপস্থাপনা । যেকোনো শ্রেণির পাঠকদের কাছেই বইটি সহজবোধ্য ও প্রাণবন্ত লাগবে । একটানা পড়ে গেছি । পড়ার পর অন্তরে ঈমানের অন্যরকম একটি স্বাদ অনুভূত হয়েছে । কুরআনের সত্যতা, গভীরতা, মাধুর্যতা আর বৈজ্ঞানিক প্রমানগুলো অন্তরে দাগ কেটে গেছে । বইটা কুরআনের সাথে আমাদের বন্ধনগুলো আরো দৃঢ় করতে সাহায্য করবে ইন শা আল্লাহ্ ।
–
বইটি লিখেছেন ওমর আল জাবির ভাই ।
অপেক্ষায় রইলাম “পড়ো”- ৩,৪,৫,৬…. এভাবে যেন আরো আসতেই থাকে । আল্লাহ্ যেন লেখকের কলমে ও সময়ে বারাকাহ্ ঢেলে দেন । আমিন ।