দ্যা গ্রেট মুনাফিক
মুনাফিকরা দুনিয়াদার, প্রতারক ও একান্ত স্বার্থপর। অন্তরে কুফরি লালন করে কেবল পার্থিব স্বার্থ হাসিলের কুমতলবে বাহ্যিক আমলকারী মাত্র। মহান আল্লাহ ও তার রাসূল এবং ঈমানদারদের নিয়ে বিদ্রুপকারী, মুনাফিকরা প্রকৃত আত্মপ্রবঞ্চনার গ্লানিতে নিমজ্জিত। এহেন সুবাধাভোগী দ্বৈতনীতির মানুষরা মূলত নিজেদের ক্ষতি সাধন করে। দুনিয়া ও আখিরাত উভয় কূল হারায়। এতদসত্বেও নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করে। আর মুনাফিকরা সব সময় এ ভয়ে থাকে যে, না জানি কখন কোথায় তাদের প্রকৃতস্বরূপ প্রকাশ হয়ে পড়ে। দিবা-রাত্রি এ চিন্তায় ব্যস্ত থাকাটাও একটা বড়ো মানসিক রোগ। কারো মতে ‘আল্লাহ তাদের রোগ আরো বাড়িয়ে দেন’ এর অর্থ এই যে তারা ইসলাম ও মুসলিমদের উন্নতি দেখে জ্বলে-পুড়ে দিন দিন ছাই হতে থাকে।
বি:দ্র: দ্যা গ্রেট মুনাফিক বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.