আহলুস সুন্নাহ’র চোখে আহলুল বাইত
“আহলুস সুন্নাহ ওয়াল জামা’আহ— আক্বীদার সকল মাসাইলে বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি এবং সীমালঙ্ঘন ও কঠোরতার মাঝে মধ্যমপন্থী অবস্থায় থাকে। একইভাবে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আহলুল বাইতের ক্ষেত্রেও তাঁরা এই মধ্যপন্থী অবস্থান গ্রহণ করে থাকেন। তাঁরা আব্দুল মুত্তালিবের বংশধারার সকল মুসলিম ও মুসলিমার প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রদর্শন করেন, একইভাবে নাবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সকল স্ত্রীর প্রতিও তাঁদের ব্যবহার অনুরূপ।
আহলুস সুন্নাহ তাঁদের সকলকেই ভালোবাসে, তাঁদের প্রশংসা করে; আর আদল ও ইনসাফের সাথে তাঁদের যে অবস্থান হওয়া উচিত তাঁদেরকে ঠিক সেই অবস্থানেই চিত্রিত করে। তাঁরা প্রবৃত্তির বশবর্তী হয়ে কিংবা স্বেচ্ছাচারী হয়ে আহলুল বাইতের প্রতি কোনো আক্বীদাহ পোষণ করে না।
আর যাকে আল্লাহ বংশের আভিজাত্য ও ঈমানের আভিজাত্য উভয়টাই দিয়েছেন, তাঁকে তাঁরা কদর করেন। আর আহলুল বাইতের মধ্য থেকে যারা রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী ছিলেন তাঁদেরকে তাঁদের ঈমান, তাক্বওয়া, রাসূলের সাহচর্য এবং তাঁর নৈকট্যের জন্য আহলুস সুন্নাহ ভালোবাসে।”
বি:দ্র: আহলুস সুন্নাহর চোখে আহলুল বাইত বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.