আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ
আল্লামা সুলাইমান নদবি রহিমাহুল্লাহ এই বইয়ে তিনটি মৌলিক বিষয়ে চমৎকার আলোচনা উপস্থাপন করে সমস্যার মূল চিহ্নিত করেছেন। যা পাঠকের অন্তরে জমে থাকা আকিদা বিষয়ক জটিলতা নিরসন করবে এবং পাঠককে এক সহজ-সরল তথা আসলাফের আকিদার পথে পথ দেখাবে।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবায়ে কেরামের পর ইসলামের সহজ-সরল আকিদা পর্যায়ক্রমে জটিল আকার ধারণ করার ইতিহাস।
তাফবিজ এর গুরুত্ব নিয়ে আলোচনা, অর্থাৎ যে সকল বিষয় ওহি ব্যতিত জানা বা অনুধাবন করা সম্ভব নয়, তা ইসলাম যতটুকু বলেছে, তার উপর নির্ভর করা হয়নি।
এসব ক্ষেত্রে যুক্তি ও বিবেক ব্যবহারের অসারতা। এই গুরুত্বপূর্ণ বিষয়াবলি যেহেতু বইয়ে সুদক্ষ শিল্পীর হাতে চিত্রায়িত হয়েছে, তাই সাধারণ পাঠক ও অ-শাস্ত্রজ্ঞ ব্যক্তিবর্গের উপকারার্থে বইটি অনুবাদের জন্য বেচে নেওয়া হয়েছে।
এ ছাড়াও পাঠক অনুধাবন করতে পারবেন যে, ইসলামি আকিদার উদ্ভব হয়েছে বিক্ষিপ্ত মানবজাতিকে এক কাতারে একত্রিত করার আবেদন নিয়ে। এ আকিদাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে বিচ্ছিন্নতার প্রতীক বানানো কতটা শরিয়তসম্মত?
বি:দ্র: আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.