রহমান আরশের উপর উঠেছেন
আল্লাহ তা‘আলা আমাদেরকে যেসব বড় বড় নি‘আমত প্রদান করেছেন তন্মধ্যে অন্যতম হচ্ছে, তিনি আমাদের জন্য তাঁর দীনকে পূর্ণ করে দিয়েছেন, আকীদাহকে স্পষ্ট করে দিয়েছেন, শরী‘আতকে প্রতিষ্ঠিত করেছেন। দীনের মধ্যে যা কিছুর প্রয়োজন আমাদের হবে, সেসবই তিনি নিজে বর্ণনা করেছেন, রাসূলের যবানীতে ব্যাখ্যা করে জানিয়েছেন।
কোনো সন্দেহ নেই যে, সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ জ্ঞান হচ্ছে আকীদাহ বিষয়ক জ্ঞান। আর আকীদাহ বিষয়ক জ্ঞান বলতে সে জ্ঞানকে বুঝায়, যা আল্লাহ তা‘আলার সাথে সম্পৃক্ত। আল্লাহ তা‘আলা সংক্রান্ত জ্ঞানই হচ্ছে তাওহীদের জ্ঞান। তাওহীদ মানেই হচ্ছে, আল্লাহর সত্তা, নাম, গুণ, কর্ম ও অধিকার সম্পর্কে সম্যক জ্ঞান লাভ। তন্মধ্যে প্রথমেই আসে আল্লাহ তা‘আলার সত্তা, নাম ও গুণ সম্পর্কে জানা। ‘আল্লাহর ‘আরশের উপর উঠা’ এ আকীদাহটি এ তিনটি অংশের সাথেই ওৎপ্রোতভাবে জড়িত। আল্লাহর সত্তা, নাম ও গুণ সম্পর্কে জ্ঞান থাকলেই আকীদাহ’র বাকী বিষয়গুলো জানা সহজ হয়, নতুবা অন্ধকারে হাতড়ে বেড়ানোর মতো অবস্থা হয়।
বক্ষ্যমাণ গ্রন্থে আল্লাহর আরশের উপর উঠা নিয়ে কুরআন সুন্নাহ এবং সালাফদের দৃষ্টিকোণ থেকে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বি:দ্র: রহমান আরশের উপর উঠেছেন বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
মোঃ মোয়াজ্জেম হোসাইন –
বইটি পড়লে বুঝতে পারা যাবে,,,মহান আল্লাহর সমন্ধে,,তিনি কোথায় সমাসীন,, আল্লাহর সিফাত সমন্ধে এবং আকিদা হবে শুদ্ধ।
Sumaiya sumu –
Alhamdulillah
মাকসুদুল রহমান –
আলহামদুলিল্লাহ, বইটি মুসলিম উম্মার আকিদাকে পরিশুদ্ধ করবে। তাদের ঈমানকে মজবুত করে জান্নাতের দিকে পথ চলাবো ইনশাআল্লাহ।