সাইন্টিফিক আল কুরআন
আল কুরআনের আরেকটি অন্যতম গুণ হলো এটা বিজ্ঞানের কোন গ্রন্থ নয়। তবে তা বিজ্ঞানময়। পবিত্র কুরআনের অসংখ্য আয়াতে জ্ঞান-বিজ্ঞানের সর্বাধুনিক তথ্য ও তত্ত্বগুলো যেন স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছে। এই আল-কুরআনের সাথে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার আধুনিক তত্ত্বগুলোর সামঞ্জস্য আলোচনা করে লেখা অন্যতম একটি বই হলো “সাইন্টিফিক আল কুরআন”।
বইটি পড়ার ফলে যেকোনো পাঠক আল কুরআনের বাহ্যিক সৌন্দর্য, অভ্যন্তরীণ গভীরতা ও বৈজ্ঞানিক নির্দেশনা সমূহ অনেক সুন্দরভাবে উপলদ্ধি করতে পারবেন। পাঠক অবাক বিস্ময়ে লক্ষ্য করবেন আধুনিক বিজ্ঞানের অনেক নির্দেশনা ঐশীগ্রন্থ আল কুরআনে বহুপূর্বেই দেয়া হয়েছে। তাই আল কুরআনের অলৌকিক বৈশিষ্ট্য উপলদ্ধি করার জন্য এবং এর অন্তর্নিহিত তাৎপর্য বুঝার জন্য বইটি সকলের পড়া উচিৎ বলে মনে করি।
বইটি বেশ সহজ ও সাবলীল ভাষায় লেখা হয়েছে। বইটি পড়ার পর মনে হবে আল কুরআন যে সবচেয়ে বড় বিজ্ঞান তা “সাইন্টিফিক আল কুরআন”বইটি না পড়লে অনেকটাই অজানা রয়ে যেত।
লেখক তার লিখণীতে যে সব বৈজ্ঞানিক ব্যখ্যা আর ধর্মীয় বিষয় তুলে ধরেছেন তা সত্যিই অবাক করার মত। সব মিলিয়ে দারুণ উপভোগ্য একটা বই।
বি:দ্র: সাইন্টিফিক আল কুরআন বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.