ছোটদের সাথে বড়দের আদব
শিশুদের মন আয়নার মতো স্বচ্ছ। তাতে কোনো ধুলোর আস্তর পড়েনি, কোনো পঙ্কিলতার ছাপ নেই। তাই ওদের সামনে যা-ই দাঁড়ায়, তার অবিকল প্রতিচ্ছবি এতে ভেসে উঠে।
আমাদের সন্তানরা ডিভাইস-মুখী হবার পেছনে মূলত আমরা দায়ী। কৈশোরে তারা আমাদের কারণেই আমাদের থেকে দূরে সরে যায়। শিশু বয়সে তারা আমাদের কাছে যে আচরণ পায়, এর প্রভাব ধীরে ধীরে দেখা দিতে শুরু করে যৌবনে। যতই বড় হয়, বাবা-মার সাথে সন্তানের এক অদৃশ্য প্রাচীর দাঁড়িয়ে যায়। যে প্রাচীরের একপাশে বাবা-মা, অপর পাশে সন্তান, আর তার বন্ধুবান্ধব।
আমরা সব সময় পড়ে এসেছি, বাবা-মায়ের সাথে ভালো আচরণ করো, মায়ের পায়ের নীচে সন্তানের বেহেশত, বাবা-মায়ের বদদুয়া থেকে বেঁচে থাকো। নিঃসন্দেহে ইসলামে বাবা-মায়ে মর্যাদা শীর্ষে। কুরআন-সুন্নাহতে একাধিকবার জোড় দেয়া হয়েছে। তথাপি ইসলাম সন্তানের অধিকার নিয়েও কথা বলে। সন্তানের প্রতি বাবা-মায়ের আচরণ কেমন হবে, শিক্ষকের আচরণ কেমন হবে, এলাকার মুরব্বির আচরণ কেমন হবে, মোট কথা আমাদের সন্তানরা গুরুজনদের কাছে কীরূপ আচরণ পাবার হকদার, এই বিষয়ে পূর্ণ দিক নির্দেশনা দেয়। সন্তানের মণিকোঠায় জায়গা করে নিতে, বাহ্যিকভাবে তাদের অভিভাবক হবার পাশাপাশি, তাদের ভিতরের সত্ত্বারও আপন হতে এই দিক নির্দেশনাগুলোর বিকল্প নেই।
বক্ষ্যমাণ গ্রন্থটি শায়খ সালেহ আল-মুনাজ্জিদের অনবদ্য একটি গ্রন্থ; ‘যাদুল মুরব্বি’ গ্রন্থের বঙ্গানুবাদ, অর্থাৎ গুরুজনদের পাথেয়। শুধু বাবা-মাদের জন্যই নয়, সার্বিকভাবে গুরুজন হিসেবে আমাদের সমাজের সন্তানরা কীরূপ আচার ব্যবহার আমাদের কাছে পাবার অধিকার রাখে, এ বিষয়ে কুরআন সুন্নাহ থেকে চমৎকার সব শিক্ষা তিনি এই গ্রন্থে তুলে ধরেছেন। আজকের এই বিচ্ছিন্নতার যুগে সম্পর্কোন্নয়নে বইটি ব্যাপক ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।
বি:দ্র: ছোটদের সাথে বড়দের আদব বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.