ক্রুসেড যুদ্ধের ইতিহাস (১-২ খণ্ড একত্রে)
ক্রুসেড এক আদর্শিক সংঘাত। ইসলামকে নিশ্চিহ্ন করার দোহাইয়ে ধর্মযুদ্ধ।
এই সংঘাতের লক্ষ্য হিশেবে রয়েছে ইসলাম ও মুসলিম উম্মাহ। এই হিংস্র লড়াইয়ে খ্রিস্টানরা ছিনিয়ে নিতে চেয়েছে উম্মাহর পবিত্র ভূমি, ভূলুণ্ঠিত করতে চেয়েছে তার মর্যাদা।
কিন্তু উম্মাহর সম্ভ্রম রক্ষার সংঘর্ষে কী ঘটেছিলো আমাদের ইতিহাসে? কারা আল্লাহু আকবার ধ্বনিতে জাগিয়ে তুলেছিল উম্মাহর সুপ্ত ঈমানি চেতনাকে! আল্লাহর বড়ত্ব ও তাঁর রাসুলের নেতৃত্ব কোন-সে ত্যাগের বিনিময়ে হয়ে ছিল অক্ষয়, অবিচল!
ক্রুসেডের সেই ধারাবাহিক ও দীর্ঘ লড়াই নিয়ে বই—ক্রুসেড যুদ্ধের ইতিহাস। লিখেছেন সমকালের বিশিষ্ট ইতিহাসবেত্তা ড. রাগিব সারজানি।
বি:দ্র: ক্রুসেড যুদ্ধের ইতিহাস (১-২ খণ্ড একত্রে) বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Ramjan Ali –
খুবই প্রয়োজনীয় বই,প্রতিটি মুসলিমের ইতিহাস জানা উচিৎ
Mohammad Mahbub Ullah –
ইনশা্ আল্লাহ এই বই দুটোর মাধ্যমে আমরা ক্রুসেড যুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারব।
Md.Mostofa Kamal –
Excellent