সুপ্রভাত ফিলিস্তিন
প্যালেস্টাইন নিয়ে উপন্যাস-গল্প-কবিতা-ইতিহাস অনেক পড়া হয়েছে। অনেক ইমেজ, ডকুমেন্টারি, ভিডিও দেখা হয়েছে। কিন্তু এমন কলজেছেঁচা উপন্যাস কখনো পড়েননি। জেনিনের একটি গ্রাম থেকে দূরবীন চোখ দিয়ে প্যালেস্টাইনের ৭০ বছরের ইতিহাসকে উপন্যাসের ফ্রেমে আটকে দেয়া হয়েছে। একটি পরিবারের কাহিনি, একটি পরিবারের চার প্রজন্মের বন্ধন, আত্মত্যাগ, সহমরণ, অবিনাশী চেতনা, প্রেম-ভালোবাসা, হাসি-কান্না—আর এর মাঝ দিয়ে খচ খচ করে কাঁটার মতো রক্তাক্ত করা দানব-নাম—ইসরাইল!
না, এ বইয়ে টান টান উত্তেজনার সাসপেন্স নেই। থ্রিলার উপন্যাসের আচমকা কোনো ক্লাইমেক্স দৃশ্য নেই। নেই সাহসী কোনো বীরের গল্প। তবে এ বইয়ের প্রতিজন ফিলিস্তিনি একেকজন বীর। প্রতিজন মা একেকজন খাওলা, একেকজন আসমা। যারা সন্তানের রক্তমাখা শার্ট ফ্রেমে বন্দি করে টাঙিয়ে রাখে ঘরের দেয়ালে। প্রেমিকের জন্য পাঠায় গোলাপ এবং মাথায় বাঁধবার একটি সাদা-কালো কুফেইয়া। ট্যাংক আর যুদ্ধবিমানের ছোঁড়া বোমায় ছিন্ন ভিন্ন দেহের পরিচয় হবে ওটা—আমার স্বামী শহীদ!
প্যালেস্টাইনের মুক্তি সংগ্রাম ও মাতৃভূমি হারানোর বিক্ষুব্ধ বেদনাকে ভাষ্য করে সুজান আবুলহাওয়া রচিত ২৫টি ভাষায় অনূদিত বিশ্বব্যাপী আলোড়ন তোলা উপন্যাস ‘মর্নিংস ইন জেনিন’-এর অনুবাদ সুপ্রভাত ফিলিস্তিন। নাজমুস সাকিব অনূদিত উপন্যাসটি প্রকাশ করেছে নবপ্রকাশ।
বি:দ্র: সুপ্রভাত ফিলিস্তিন বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.