বি স্মার্ট উইথ মুহাম্মাদ
মার্কাস টুলিয়াস সিসারো বলেছেন, “A room without books is like a body without a soul. অর্থাৎ বই ছাড়া একটি কক্ষ আত্মা ছাড়া দেহের মত। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার সবচেয়ে প্রিয় গিফট কী? অনায়াসেই বলবো, ‘বই’। সৈয়দ মুজতবা আলী বলেছেন, “রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত- যৌবনা- যদি তেমন বই হয়। তাই বোধ করি খৈয়াম
তাঁর বেহেশতের সরঞ্জামের ফিরিস্তি বানাতে গিয়ে কেতাবের কথা ভুলেননি।”
বি স্মার্ট উইথ মুহাম্মাদ (সঃ) বইটিও আমার কাছে ‘অনন্ত-যৌবনা’ মনে হয়েছে। অনেকেই বলে থাকেন, রাসূল (সঃ) এর নবুওয়তের পরবর্তী জীবনটাই আমাদের জন্য একমাত্র আদর্শ। আসলেই পুরো জীবনটাই তো আদর্শ। বইটি পড়ে এখন একেবারেই ক্লিয়ার হয়ে গেলো। আল্লাহ পবিত্র কুরানে বলেছেন, রাসূল (সঃ) এর মাঝে তোমাদের জন্য আছে ভালো ভালো উদাহরণ। (৩৩:২১)।
বইটি শুধু একজন সাধারণ পাঠকের জন্যই নয়। আপনি কি একজন সচেতন অভিভাবক? আপনি কি একজন কিশোর? আপনি কি একজন যুবক? আপনি কি একজন বৃদ্ধ? সফল একজন নেতা হতে চান? মানুষের মন জয় করতে চান সহজেই? জাস্ট বি স্মার্ট উইথ মুহাম্মাদ বইটি একবার পড়ুন। রাসূল (সঃ) কিভাবে শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকালীন সময় কাটিয়েছেন তা নিপুণভাবে লেখক বইটিতে তুলে ধরেছেন। প্রতিটি অধ্যায়ের শেষে কিভাবে নিজের জীবনে তা বাস্তবায়ন করবেন তার ছোট্ট একটা ফর্মুলাও তুলে ধরেছেন।
বি স্মার্ট উইথ মুহাম্মাদ এটা কোনো সিরাত গ্রন্থ না। জাস্ট সংক্ষেপে রাসূল (সঃ) এর জীবনের কিছু চিত্র চিত্রায়ন করেছেন লেখক বইটিতে। আমরা অনেকেই জানি না, রাসূল (সঃ) এর দাদীর নাম, চাচা আবু তালিবের স্ত্রীর নাম কী ছিলো? তাদের কাছে শিশু মুহাম্মদ কেমন ছিলো? তারা কত্তো আদর করতো মুহাম্মদকে? এসব কিন্তু প্রায় সিরাত গ্রন্থে উল্লেখ নেই। বইটি পড়ুন, ভিন্নকিছু জানতে পারবেন ইনশাআল্লাহ।
বি স্মার্ট উইথ মুহাম্মাদ
বি:দ্র: বি স্মার্ট উইথ মুহাম্মাদ বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Rafiqul Anower Monju –
মহানবী হযরত মুহাম্মদ (দ.) পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব।
শুধু মুসলিম জাতি কেন পৃথিবীর সকল জাতি,গোষ্ঠির,সকল বর্ণের মানুষই নিজের জীবন কে সুন্দর করতে পারে এই মহামানবের জীবনী হতে।মহানবী (দ.) এর জিবনী অনুসারে দেশ পরিচালিত হলে সেই দেশ হয়ে উঠবে স্বর্গভূমি।পৃথিবী হয়ে উঠবে চির শান্তির নীড়।
ব্যাক্তি জীবনের প্রত্যকটি প্রদক্ষেপের উজ্বল দৃষ্টান্ত মহানবী (দ.)।
পরিতাপের বিষয় হলো আমরা নিজেদের মুসলিম বলে পরিচয় দিয় অথচ আমরা কয়জনেই বা তার জীবনী সম্পর্কে জানি?,কয়জনেই বা তার জীবনী থেকে শিক্ষা নিয়ে নিজের জিবনকে পরিচালিত করি? তার জীবনী থেকে শিক্ষা নিয়ে জীবন পরিচালিত করতে পারলে জীবন হয়ে উঠবে সুন্দর, সফল আর স্বার্থক।
মহানবী (দ.) ছিলেন একজন সফল দূরদর্শী রাজনিতীবিদ।তার মাদানী জিবনদর্শন আর মদিনার সনদ তার উৎকৃষ্ট প্রমাণ।তিনি পেরেছেন সদা বিবক্ত দ্বন্ধ কলহে লিপ্ত বর্বর আরব জাতিকে পৃথবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করতে।সকল রাজনিতীবিদের উচিত মহানবীর জীবনদর্শন সম্পর্কে জানা অথচ দুঃখের বিষয় কয় জনেই বা শিক্ষা নেয়।সেই জন্যই তো আজ দেশ, জাতি,সমগ্র পৃথিবীর এতই করূন অবস্হা।মহানবীর বিদায় হজের ভাষণ পড়ে দেখুন না তা কিভাবে আপনার মনকে নাড়া দেয়।
afiasiddikaswarna6300 –
শিক্ষনীয় অসাধারণ একটা বই ।