প্রশ্নোত্তরে সীরাতুন্নবি সা.
যে কোন নির্মাণকাজের জন্য নির্মাতাকে পূর্ব প্রস্তুতকৃত কোন মডেল অনুসরণ করতে হয় মডেল যত নিখুঁত ও সুন্দর হয়, নির্মাণকাজও তত সুন্দর ও অনুপম হয়। বস্তুগত কোন অবকাঠামো নির্মাণের জন্য যেমন মডেল অনুসরণ করতে হয়, ঠিক তেমন একজন মানুষকে মানুষ হিসেবে নির্মাণ করতেও মডেল মানুষের দরকার হয়। সন্দেহাতীতভাবে প্রমাণিত, মানুষ নির্মাণের অনুপম মডেল ‘উসওয়াতুন হাসানা’ বিশ্বনবী মুহাম্মাদ (সা.)। যারা নিজেদের সত্যিকারের মানুষ হিসেবে বিনির্মাণ করতে চান, তাদের অবশ্যই বিশ্ব মানবতার মডেল রাসূলুল্লাহ (সা.)-র অনুসরণ ও অনুকরণ করতে হবে। রাসূল জীবনের পরিপূর্ণ আয়না হচ্ছে সীরাত গ্রন্থ।
আলহামদুলিল্লাহ্, দুনিয়াব্যাপী রাসূল সা. এর সীরাত নিয়ে আলোচনা হচ্ছে, লেখালিখি হচ্ছে, প্রবন্ধ হচ্ছে, গ্রন্থ রচিত হচ্ছে। বাংলা সাহিত্যেও সীরাত নিয়ে প্রচুর কাজ হয়েছে। অনেক সম্মানিত শায়েখ ও ওলামায়ে কিরাম সীরাত গ্রন্থ লিখেছেন। পৃথিবীর সেরা সীরাত গ্রন্থগুলোর বাংলা অনুবাদও হয়েছে। বিভিন্ন মুহতারাম শায়েখবৃন্দ রাসূলের জীবনীর ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটকে সামনে এনে লিখেছেন। প্রত্যেকটি প্রেক্ষাপটে লিখা সীরাত গ্রন্থ উম্মাহর জন্য অতি মূল্যবান হীরকখণ্ড। সীরাত নিয়ে শত কাজের ভিড়ে ‘প্রশ্নোত্তরে সীরাতুন্নবী (সা.)’ গ্রন্থটি একটি নতুন সংযোজন। প্রশ্নোত্তরের মাধ্যমে রাসূল (সা.)-এর জীবনী অধ্যয়নের এই ভিন্ন ধাঁচের গ্রন্থ সীরাতপ্রেমী মানুষদের হৃদয়ে নতুন করে দোলা দিবে ইনশাআল্লাহ। ‘প্রশ্ন’ হলো কৌতূহলের বহিঃপ্রকাশ। আর ‘উত্তর’ হলো উদ্ভূত কৌতূলের নিবৃত্তি। প্রশ্ন এবং তার উত্তর খুঁজে বের করার মাধ্যমে মূলত টেকসই জ্ঞান অর্জিত হয়। যেসব কৌতূহলী পাঠক রাসূল (সা.)-এর জীবন প্রণালী থেকে জ্ঞান অর্জন করতে চান, এ গ্রন্থটি তাঁদের জন্য সহায়ক হিসেবে কাজ করবে বলে আমাদের বিশ্বাস।
প্রশ্নোত্তরে সীরাতুন্নবি সা.
বি:দ্র: প্রশ্নোত্তরে সীরাতুন্নবি সা. বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.