হালাল বিনোদন
আমরা বিনোদনের জন্য কিছু করতে চাইলে শুনি এটা করা যাবে না এটা হারাম। ওটা হারাম। তাহলে কি ইসলামে বিনোদন বলে কিছুই নেই?হ্যাঁ। আছে।
বিনোদনের শত শত মাধ্যম। বিনোদনের মধ্যে কিছু ভালো, কিছু খারাপ। খারাপটা থেকে যদি ভালোটা আলাদা করতে না-পারি তাহলে নিছক আনন্দও হয়ে উঠবে শোচণীয় পরিণতির কারণ। কাজেই, সাবধান হওয়া জরুরি।
বাস্তব একটা সত্য হল, আমাদের সময়ে ইসলামিক কমিউনিটি দুই ভাগে ভাগ হয়ে গেছে।
একভাগে আছে কালচারাল মুসলিমরা, যাঁরা ইসলামের বিধিনিষেধের থোড়াই কেয়ার করেন। অন্যদিকে আছেন প্রfকটিসিং মুসলিমরা, যাঁরা আন্তরিকভাবেই ইসলামকে দ্বীন হিসেবে মেনে নিয়েছেন।
বর্তমানে এই দুই গ্রুপের মধ্যে দূরত্ব দিনদিন বেড়ে যাচ্ছে। এর কারণ হিসেবে আমার মনে হয়েছে, উভয়পক্ষেরই জ্ঞান এবং প্রজ্ঞার স্বল্পতা।
প্র্যাক্টিসিং মুসলিমরা এমন অনেক কিছুই হারাম ধরে বসে আছেন, আদতে যেগুলো জায়েজ। অন্যদিকে “এটা করা যাবে না, ওটা করা যাবে না”; প্র্যাক্টিসিং মুসলিমদের এত বড় বড় লিস্ট দেখেই কালচারাল মুসলিমরা ধরে বসেন যে এত নিয়মকানুন মানা সম্ভব না, অতএব ইসলামও মানা এই যুগে মেনে চলা
সাধ্যের বাইরে।
বি:দ্র: হালাল বিনোদন বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.