গল্প যখন কান্না করে
বই সম্পর্কে… ‘গল্প যখন কান্না করে’ বইয়ের প্রথম গল্প নিয়ে আমার মতামত৷ গল্পগুলো পড়ে আপনার মতামত লিখে দিতে পারেন৷ — গল্পের নাম ‘জীবনের খেলাঘরে স্মৃতি৷’ এই গল্প নিয়ে আমার মন্তব্য এবং শিক্ষা… এই গল্পে মন্তব্য করার ভাষা আমার জানা নেই৷ তবে এতটুকুই বলব- এটা গল্প হলেও পারত, সত্যি কেন হতে গেল! আমি যা শিখলাম…… শুকরিয়া সেই মহান মালিকের দরবারে, যিনি আমার দুনিয়া আমার কাছে এখনো জীবিত রেখেছেন৷ সেই শুধু বুঝে মায়ের মর্ম কেমন হতে পারে, যার মা দুনিয়া ছেড়ে চলে গেছেন৷ জীবন যুদ্ধে বেঁচে থাকা এক রমনী, যে কঠিন মুহূর্তেও হাল ছাড়ে নি৷ যার চলে যায় আপনজন, সেই বুঝে আঁখিজলে ভাসে কত নয়ন! মায়ের কোনো তুলনা হয় না৷ মা শুধু মা’ই হয়৷ মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না৷ মন্তব্য করব কি? যতবার গল্পটা পড়ি ততবারই চোখের জলে ভাষা হারিয়ে ফেলি৷
বি:দ্র: গল্প যখন কান্না করে বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.