ধর্ম যার যার উৎসব সবার!
বর্তমানে পুরাে বাংলাদেশ জুড়েই পূজার আয়ােজন চলে মহা সমারােহে । পম্ভত হয় হাজার হাজার পূজামণ্ডপ । এসকল মণ্ডপে শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই ভিড় করে না । বরং বহু মুসলমানও যায় পূজা দেখতে । কেউবা আনন্দ উপভােগ করতে , কেউবা আবার স্বার্থ উদ্ধার করতে । আর বেশি যান নেতা – নেত্রীরা । অথচ কয়েক বছর আগেও দৃশ্যপট এমন ছিল না ।
এদেশের হিন্দুগণ তাদের এই ধর্মীয় উৎসব পালন করে আসছেন বহু বছর থেকেই । তখন তা সীমিত থাকত ঢাকেশ্বরী মন্দীর ও নির্দিষ্ট কিছু মন্দীর – মণ্ডপ পর্যন্ত । ভিন্ন ধর্মাবলম্বীদের একান্ত ধর্মীয় বিষয় বলে মুসলমানরা সেখানে যেত না । সরকারী – বেসরকারী মুসলিম নেতাদের উপস্থিতিও ছিল কম । কিন্তু বিগত কয়েক বছর থেকে যেভাবে পূজা উদ্যাপন হচ্ছে এবং সর্বপ্রকারের মিডিয়ায় যেভাবে এর প্রচার – প্রচারণা হচ্ছে তা সম্পূর্ণই ভিন্ন । এখন পূজার সময় মনে হয় না , এটি এদেশের ১০% – ১২% নাগরিকের একটি উৎসব । বরং সবকিছু দেখে মনে হয় এ যেন হিন্দু – প্রধান একটি দেশ । সে যাই হােক । পূজা যাদের , তারা সেটা নিরাপদে আর আনন্দেই পালন করুক ।
এ সমস্ত পূজামণ্ডপে গিয়ে কিংবা পূজাকেন্দ্রিক কোনাে উৎসবে উপস্থিত হয়ে জাতীয় নেতাদের কেউ কেউ বিভিন্ন নীতিবাক্য ও উপদেশও উচ্চারণ করে থাকেন । সংখ্যালঘুরা যেন এদেশে বুক বুলিয়ে চলতে পারে , তারা যেন তাদের সবঅধিকার নিজেরাই আদায় করে নেয় সেসব কথাও বলা হয় । বলা হয় তাদেরকে দেয়া বিভিন্ন সুযােগ – সুবিধার কথা এবং তাদের পাশে যে এ দেশের নেতারা সজাগ ও সক্রিয় আছেন সে কথাগুলােও তারা বলেন । এরই সঙ্গে সম্প্রতি তারা আরেকটি কথাও বলতে শুরু করেছেন ।
সেটি হচ্ছে , ধর্ম সম্প্রদায়ের, উৎসব সবার । কোনাে কোনাে নেতা বলেছেন , ধর্ম যাদের , উৎসব সকলের । সম্ভবত তাদের এ বক্তব্যকে কেন্দ্রকরেই বর্তমান ব্যাপকহারে পােস্টারিং চলছে “ ধর্ম যার যার উৎসব সবার ” “ ধর্ম সম্প্রদায়ের উৎসব সকলের ” “ ধর্ম ব্যক্তির উৎসব সবার” ইত্যাদি শ্লোগান । আর এই কথার চাদরে মুখ লুকিয়ে নিজেদের পূজায় যাওয়ার বৈধতা খুঁজে বেড়ান আমদের কিছু তথাকথিত মুসলিম ভাই ও বােনেরা ।
বি:দ্র: ধর্ম যার যার উৎসব সবার! বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.