ছোটদের ঈমান সিরিজ
শিশুরা গল্পপ্রিয়। ওরা গল্প শুনতে চায়। গল্পের জগতে ডুবে থাকতে চায়। তাই শিশুদেরকে কোনো কিছু শেখানোর সহজ মাধ্যম হলো গল্প। এ গল্প হতে পারে সত্য কিংবা মিথ্যা; হতে পারে কার্টুন কিংবা কুরআন-হাদীসের গল্প।
আপনি আপনার সন্তানকে কী ধরনের গল্প শুনাতে চান? আপনার ছোট্ট ভাই-বোনকে কোন ধরনের গল্প পড়াতে চান?
আমরা চাই ছোটদেরকে গল্পে গল্পে ঈমান শিখাতে। মুমিন হওয়ার প্রথম শর্তই যে বিশুদ্ধ ঈমান! তাই ঈমানের তালীম হওয়া প্রয়োজন শৈশব থেকেই। আর এজন্যই ঈমানের মৌলিক বিষয়গুলো নিয়ে ছোটোদের ঈমান সিরিজ প্রকাশ করা হয়েছে।
এ বইগুলোতে—আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, আখিরাত ও পুনরুত্থান দিবস এবং তাকদীর বিষয়ে গল্প বলা হয়েছে।
প্রায় প্রতিটি গল্পই কুরআন, হাদীস কিংবা তাফসীর গ্রন্থকে অবলম্বন করে সাজানো হয়েছে। প্রতিটি গল্পে রয়েছে আকর্ষণীয় রঙিন রঙিন ছবি।
বই : (১) আল্লাহ আমার রব (২) ফেরেশতারা নূরের তৈরি (৩) আসমান থেকে এলো কিতাব (৪) দুনিয়ার বুকে নবি রাসূল (৫) বিচার হবে আখিরাতে (৬) তাকদীরে আল্লাহর কাছে
বি:দ্র: ছোটদের ঈমান সিরিজ বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
shajjad –
মাশা’আল্লাহ! অসাধারণ হয়েছে ছোটদের ঈমান সিরিজ বইগুলো। আল্লাহ্ সমর্পণ টিম এর জন্য উত্তম বিনিময় দান করুন। আমি এত বড় হয়েও বইগুলো এমন বাচ্চাদের মত পড়েছি যে বলে বোঝানো যাবে না।
বইয়ের সংখ্যাঃ ৬ টি
বইয়ের অধ্যায়গুলো হলোঃ
# আল্লাহ্ আমার রব
# ফেরেশতারা নূরের তৈরি
# আসমান থেকে এলো কিতাব
# দুনিয়ার বুকে নবি রাসূল
# বিচার হবে আখিরাতে
# তালদীর আল্লাহ্র কাছে
বৈশিষ্টঃ
# প্রায় সবগুলো অধ্যায়ে ১০-১৩টি করে গল্প আছে।
# সবগুলো গল্প আসলে এক একটা সহীহ ঘটনা যা নেওয়া হয়েছে কুরআন এবং হাদিস হতে।
# অধ্যায়গুলোর ধারাবাহিকতা অত্যন্ত চমৎকার এবং তাৎপর্যপূর্ণ্য।
# গল্পগুলো খুব সুন্দর করে সাজানো।
আমি মনে করি, আপনারা যারা এখনো নিজেদের সংগ্রহে রাখেন নি বই, এখনি ক্রয় করা উচিৎ এই বইগুলো।