শব্দার্থে আল কুরআনুল মজীদ (১ম-১০ম খন্ড)
কেউ কুরআন পড়ে, কেউ অধ্যয়ন করে। দুইটা কিন্তু সমান নয়। কুরআন শুধু পড়েই শেষ নয় বরং জরুরী হলো এটা বোঝা এবং নিজের জীববে প্রয়োগ করা। আর এই পথে অন্যতম উপকারী মাধ্যম হলো শব্দে শব্দে আল কুরআন। বিদেশী বিভিন্ন ভাষায় বিশেষ করে ইংরেজীতে শব্দে শব্দে পরিপূর্ণ কুরআনের অনেকগুলো ভার্সন থাকলেও বাংলায় সেভাবে নেই বললেও চলে। সেক্ষেত্রে মতিউর রহমান খান অনূদিত ১০ খন্ডের শব্দার্থে আল কুরআনুল মাজীদ এক অনবদ্য মেহনত। বাংলা ভাষাভাষী কুরআন অধ্যয়নকারীদের জন্য অপরিহার্য বলা চলে।
বি:দ্র: শব্দার্থে আল কুরআনুল মজীদ (১ম-১০ম খন্ড) বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
মোঃ আজিজুর রহমান –
অসাধারণ প্রচেষ্টা!!!!
আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন।