যেমন ছিলেন তিনি (১-২ খন্ড)
মুহাম্মাদ সা.। মানবজাতির পথপ্রদর্শনকারী। মানবতার মুক্তির দিশারী। নবি-শ্রেষ্ঠ, রাসুল-শ্রেষ্ঠ প্রিয় নবি সা.। যাকে জানার মাধ্যমে দিশা পাই আমরা। যার জীবন-চরিত অধ্যয়ন করে হেদায়েতের সন্ধান পাই। অটল থাকতে পারি সে পথে। যার অনুসরণ করার মধ্য দিয়ে আমরা আল্লাহ তা’আলার নৈকট্য অর্জন করতে পারি। আমরা এমন অনেকেই আছি যারা সিরাত পড়তে আগ্রহী নই। অথচ সিরাত পাঠ ও অধ্যয়নেই আমাদের জীবন-সফলতা নিহীত। সিরাত পড়ে, সিরাতে প্রদর্শিত পথ অনুসরণ করে আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারি। কিন্তু কীভাবে আমরা মুহাম্মাদ সা. এর অনুসরণ করবো যদি তাকে নাই-বা জানি?! আমাদের এ অজ্ঞানতা দূর করতে “যেমন ছিলেন তিনি” বইটি হবে একটি অমূল্য মাধ্যম। বইটিতে মুহাম্মাদ সা. এর পুরো জীবনবৃত্তান্ত তুলে ধরা হয়েছে। দুখণ্ডে প্রকাশিত মোট ছয়টি অধ্যায়ে বিন্যস্ত। প্রতিটি অধ্যায়ের আলাদা আলাদা পরিচ্ছেদ যুক্ত থাকায় পাঠকদের পড়ার জন্য বেশ সুবিধাজনক হয়েছে। আল্লাহ বলেন, “তোমাদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য তো রাসুলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ”।
আদর্শ কি? আদর্শ হলো মানুষ যার কথা ও কর্মে অনুসরণ করে তাকে আদর্শ বলে। মুহাম্মাদ সা., যাকে স্বয়ং আল্লাহ নির্বাচন করেছেন আমাদের আদর্শ হিসেবে, তার থেকে বড় আদর্শ আমাদের জন্য আর কে হতে পারে! বীরত্বে তিনি আদর্শ। স্নেহ ভালোবাসায় আদর্শ। দুনিয়াবিমুখতায় আদর্শ তিনি। সবর ও ক্ষমায় তিনি আদর্শ। আল্লাহভীতিতে তিনি আদর্শ। এভাবে প্রতিটি ক্ষেত্রে তাকে আমাদের আদর্শ হিসেবে পাঠয়েছেন আল্লাহ তা’আলা। রাসূল সা. অন্তঃপুরের কুমারী মেয়েদের থেকেও তিনি অধিক লজ্জাশীল ছিলেন। কোন কিছু অপছন্দ হলে মুখে প্রকাশ করতে পারতেন না। বরং তার চেহারায় তা বলে দিতো। তিনি সব সময় নিজের কাজ নিজে করতে পছন্দ করতেন। কাপড় ধোয়া থেকে শুরু করে নিজের জুতা সেলাই পর্যন্ত, সব কাজ নিজ হাতেই করতেন। মসজিদ তৈরিতে ইট বহন করে সাহাবীদের সাহায্য করতেন। অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন। মৃত ব্যক্তির জানাজা করতেন। তিনি হাদিয়া দিতেন, হাদিয়া গ্রহণ করতেন। সুগন্ধি ছিল তার অনেক প্রিয়। কেউ তাকে সুগন্ধি হাদিয়া দিলে তিনি কখনও ফেরত দিতেন না। সমস্ত কাজে পরিপাটি পছন্দ করতেন। আমরা যদি তাকে আমাদের জীবনের মডেল হিসেবে গ্রহণ করি তাহলে আমাদের জীবনটা বদলে যাবে। এত এত ফেতনার মধ্যেও যদি তাকে অনুসরণ করতে পারি, তার দেখানো পথে চলতে পারি, তাহলে আমাদের জীবন অন্য একমাত্রা পাবে। দুনিয়ার সাথে সাথে আমরা আখিরাতেও সফল হতে পারবো। কিন্তু আপসোস, আমরা আমাদের জীবনের মডেল হিসেবে বেছে নিই হলিউড-বলিউডের বিভিন্ন নায়ক নায়িকাদের। যারা আমাদের টেনে নিয়ে যায় জাহান্নামের দিকে। আমরা বুঝেও অবুঝ, জেনেও অজ্ঞ।
এই বইটি পড়ে আমরা মুহাম্মাদ সা. এর সম্পর্কে জানতে পারবো। তিনি স্ত্রী থেকে শুরু করে প্রতিবেশীদের সাথে কিভাবে আচরণ করতেন সেই সম্পর্কে জানতে পারবো। জানতে পারবো ছোটদের কিভাবে আদর স্নেহ করতেন। জানতে পারবো তার কোন বিষয় গুলো আমরা সুন্নাত হিসেবে গ্রহণ করবো আর কোন গুলো সুন্নাত হিসেবে গ্রহণ না করলেও চলবে। এক কথায় ইমান-আমল থেকে শুরু করে দৈনন্দিন জীবন যেভাবে পরিচালনা করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, তা আমরা এই বইটি পড়ার মাধ্যমে জানতে পারবো বেশ ভালভাবে।
বই সম্পর্কে এর বেশি আর কিছু বলছি না বাকিটা আপনারা পড়ার পর বুঝতে পারবেন।
বি:দ্র: যেমন ছিলেন তিনি (১-২ খন্ড) বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.