গুনাহ মাফের উপায়
উস্তায শাহাদাৎ হুসাইন খান ফয়সাল রাহিমাহুল্লাহ। এই তো সেদিনও, বক্তৃতা, মাহফিল এবং বিভিন্ন ইসলামি অনুষ্ঠানে যার ছিল সরব ও প্রাণবন্ত উপস্থিতি; যার ইলমি আলোচনা অসংখ্য দিশেহারা অন্তরে আনত প্রাণের জোয়ার, সেই মানুষটা এত দ্রুত আমাদের ছেড়ে চলে যাবেন―আমরা কেউ ভাবতেই পারিনি। মৃত্যুর পরোয়ানা জারি হতে যে বয়স, স্থান, কাল আর সময় বিবেচ্য নয়―তা যেন আরেকবার আমাদের স্মরণ করিয়ে দিয়ে গেল শাহাদাত ফয়সাল ভাইয়ের মৃত্যু।
অত্যন্ত প্রতিভাবান, পড়ুয়া, সম্ভাবনাময় এই মানুষটি ছিলেন দুর্দান্ত স্বপ্নবাজ। স্বপ্নের সবটুকু জুড়ে ছিল ইসলাম। মানুষের মাঝে দাওয়াহ পৌঁছে দেওয়ার এক অদম্য স্পৃহা বুকের ভেতর লালন করতেন সর্বদা। মানুষকে আখিরাতমুখি করতে, মানুষের জন্য আখিরাতের পথ মসৃণ করার চিন্তায় বিভোর থাকতেন তিনি।
গুনাহের ভারে জর্জরিত এই উম্মাহ কীভাবে গুনাহমুক্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারে সেই ভাবনা থেকেই গুনাহ মাফের উপায়সমূহ নিয়ে একটি গ্রন্থ রচনার সিদ্ধান্ত নেন তিনি। অতঃপর, কুরআন-হাদিসের যেখানেই গুনাহ মাফের উপায় আলোচিত হয়েছে সেগুলোর নির্যাস নিয়ে রচনা করেছেন অতি মূল্যবান একটি বই ‘গুনাহ মাফের উপায়’।
গত এক বছর ধরে আমাদের প্রিয় পাঠকবৃন্দ প্রতিনিয়ত আমাদের নিকট বইটি সম্পর্কে জানতে চাচ্ছেন, কবে নাগাদ এই বইটি প্রকাশিত হবে। তাদের এতটা দীর্ঘ সময় ধরে প্রতিক্ষার মধ্যে রাখায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা চেষ্টা করেছি দ্রুততম সময়ের মধ্যে বইটিকে পাঠকের হাতে দ্রুত পৌঁছে দিতে।
বি:দ্র: গুনাহ মাফের উপায় বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.