আদর্শ সন্তান প্রতিপালনে নানাজী আলী তানতভী রহ
সন্তান প্রতিপালন একটি মহৎ ও গুরুত্বপূর্ণ শিল্প। ইসলাম এ বিষয়টির সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। পৃথিবীতে যত বড় বড় ব্যক্তিত্ব দেখা যায়, তদের প্রায় সবার শ্রেস্ঠত্ব অর্জনের পেছনে মানুষ গড়ার দক্ষ কোন কারিগরের হাত অবশ্যই রয়েছে। সফল মা-বাবা ও অভিভাবক তারাই, যারা আপন সন্তানকে আদর্শ মানুষরূপে গড়ে তুলতে সক্ষম হন। সেসব সফল অভিভাবকদের মধ্যে একজন হলেন আরব বিশ্বের প্রখ্যাত সাহিত্যিক আলী তানতাভী রাহ.।
এ বইটিতে সন্তান প্রতিপালনের সেসব কৌশল ও পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো তানতাভী রাহ. আপন সন্তানদেরকে আদর্শ মানুষরূপে গড়ে তোলার উদ্দেশ্যে তাদেরকে প্রতিপালন করার ক্ষেত্রে ব্যবহার করেছিলেন।
বি:দ্র: আদর্শ সন্তান প্রতিপালনে নানাজী আলী তানতভী রহ বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.