ইয়াসমীন
‘‘ইয়াসমীন এমন একটি গল্পের নাম—যে গল্পটি আমি চারবছর ধরে লিখছি ও ছিড়ছি; এবং প্রতিবার ছিড়ে ফেলার পর অনুশোচিত হয়েছি। ইয়াসমীন এমন একটি গল্পের নাম—যার বীজ কখন আমার ভেতর প্রোথিত হয়েছিল—মনে নেই। কিংবা ইয়াসমীন কোনো সত্য গল্পের নাম,
যা আমার কাছে বহুযুগ আগের কিন্তু স্পষ্ট কোনো স্মৃতির নাম। যেন সত্যিই ছিল।’’
ইয়াসমীন’। নামটার মধ্যে একরকম শুভ্রতার পরশ আছে। চিরহরিৎ বৃক্ষের সবুজতা হৃদয়ে যেমন প্রশান্তির পরশ বুলিয়ে দেয়, তেমন তার ভেতর ফুটন্ত সাদা রং পবিত্রতার সাক্ষ্য বহন করে চলে।
মিষ্টি সুগন্ধযুক্ত ফুল বহুদূর থেকে মনে দোল জাগায়, আবেশে বিবশ করে ফেলে। শুভ্র সাদা রঙা- নয় পাপড়ির ফুল, দেখতে অনেকটা আমাদের ছেলেবেলাকার খেলনা চরকাসদৃশ। বেগুনি ও কোনো কোনো ক্ষেত্রে লাল রক্তবর্ণের কুঁড়ি যেন আসমান ছুঁতে চায়। শেষ বসন্তের ‘ইয়াসমীন’ গাছে থাকে গ্রীষ্মকালজুড়ে।
কোনো এক প্রভাতে, কিংবা ফজরান্তে ফুল গাছটির কাছে গিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা কিংবা হাস্যোজ্জ্বল ফুলের ডগায় শিশিরবিন্দু দেখে ছুঁয়ে দেবার বাসনা কার না জাগে!
পড়ুন একগুচ্ছ ভিন্ন স্বাদের গল্প নিয়ে আফিফা মারজানার গল্পগ্রন্থ ‘ইয়াসমীন’
বি:দ্র: ইয়াসমীন বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.