শবে বরাত : করণীয় ও বর্জনীয়
আল্লাহপাক বছরের কোনো কোনো সময়কে অন্যান্য সময়ের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সে সকল সময়ে বান্দা অল্প মেহনতেই অনেক বেশি সওয়াব অর্জন করতে পারে। সে সকল বরকতময় সময়ের মধ্যে ‘শবে বরাত’ অন্যতম। কিন্তু এই বরকতময় সময়ে শয়তান বিভিন্ন বিদআত ও কুপ্রথার প্রচলন ঘটিয়ে মানুষকে এর বরকত থেকে বঞ্চিত করার চেষ্টা করে থাকে।
সুতরাং এ সকল বরকতময় সময়ে সর্বপ্রকার বিদআত ও কুপ্রথা থেকে আত্মরক্ষা করে ইবাদত-বন্দেগীর মাধ্যমে আখেরাতেরসঞ্চয় করা প্রতিটি মুমিনের জন্য অপরিহার্য। এ বইতে এ বিষয়েই রাহনুমায়ী করা হয়েছে।
বি:দ্র: শবে বরাত : করণীয় ও বর্জনীয় বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.