কুরবানীর ফাযায়েল ও মাসায়েল
কুরবানী একটি সুমহান ইবাদত। পৃথিবীর সূচনাকাল থেকেই আল্লাহর মুমিন বান্দাগণ গভীর ঈমানী চেতনা ও বিপুল উদ্দীপনা নিয়ে কুরবানী করে আসছে এবং এ সিলসিলা চলবে কেয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। সচেতন মুমিনমাত্রই প্রতিটি ইবাদত নির্ভরযোগ্য আলেমগণ থেকে ‘ফাযায়েল ও মাসায়েল’ জেনে সম্পনড়ব করে থাকেন। পবিত্র কুরবানীও এর ব্যতিক্রম নয়। মাকতাবাতুল আশরাফ প্রকাশিত ‘কুরবানীর ফাযায়েল ও মাসায়েল’ বইটি আগ্রহী ও অনুসন্ধিৎসু মুমিনদের সেই চাহিদা মেটাবে ইনশাআল্লাহ।
এ বইটিতে কুরবানী সংক্রান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হয়েছে। একদিকে যেমন সনিড়ববেশিত হয়েছে কুরবানীর গুরুত্ব, উদ্দেশ্য ও নিয়ম; অন্যদিকে সাধারণ মুসলমানগণ কুরবানী সম্পনড়ব করতে গিয়ে যে ভুলগুলো করে থাকেন, সঠিক নির্দেশনাসহ তার আলোচনা করা হয়েছে। সেই সাথে কুরবানী নিয়ে এক শ্রেণির
মানুষের যে ভুল-ধারণা বা বি”িছনড়ব মত, বইটিতে শরীয়ার আলোকে ও পবিত্র বিবেকের যুক্তিতে খণ্ডিত করা হয়েছে সেসকল যুক্তি ও সংশয়।
ইনশাআল্লাহ বইটি পাঠক-হৃদয়ে কুরবানীর গুরুত্ব ও মাহাত্ম্য জাগিয়ে তুলবে এবং বিশেষ অনুপ্রেরণা জুগিয়ে সচেতনতার সাথে সুমহান ইবাদতটি পালনে সঠিক দিকনির্দেশনা প্রদান করবে!
পরিশেষে বলতেই হয়, প্রতিটি মুসলমানের, যাদের ওপর কুরবানী ওয়াজিব, তাদের জন্য কুরবানীর মাসাআলা জেনে কুরবানী সম্পনড়ব করা–এটাও ওয়াজিব।
বি:দ্র: কুরবানীর ফাযায়েল ও মাসায়েল বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.