মহাপাপ
আমরা আমাদের চলার পথে অনেক কাজ করর করে থাকি, সেসব কাজের ফাকে এমনও অনেক কাজ করি যা ইসলামে নিষিদ্ধ এবং যেগুলোর জন্য পরোপারে আমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। সাধারণত আমরা সেসকল কাজগুলোকে গুনাহ বা পাপ বলে থাকি। কোনো পাপকেই ছোট করে দেখার অবকাশ নেই।
তবুও এমন কিছু কাজ আছে যেগুলোর ব্যাপারে কুরআন হাদীসে বিশেষভাবে উল্লেখ আছে, আর সেই পাপ গুলোই হচ্ছে মহাপাপ। আমাদের জীবন ব্যবস্থা আমরা অনেকেই জানিনা। তাই লোক সমাজে সেই বিষয়গুলো ইমাম আযযাহবী রহঃ মলাটবদ্ধ করেছিলেন জনসাধারণের উপকারার্থে। তিনি তার রচিত বইটির নাম দিয়েছিলেন কিতাবুল কাবায়ের।
বি:দ্র: মহাপাপ বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.